ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

অমিত সম্ভাবনার দ্বার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৩  

অমিত সম্ভাবনার দ্বার

অমিত সম্ভাবনার দ্বার

“তারা সারাক্ষণ বলে যে, একটা মেয়ের জন্যে সুন্দরী হওয়া জরুরি। কিন্তু আসলে কি তাই? আমি মনে করি একদম না। তুমি সুন্দরী হয়ো না। বরং হও রাগী, বুদ্ধিমতী, রসিক, বেমানান, কৌতূহলোদ্দীপক, হাস্যকর, দুঃসাহসিক, পাগলাটে, প্রতিভা দীপ্ত...। সুন্দরী হওয়া ছাড়াও অসীম সংখ্যক অন্যকিছু হবার সম্ভাবনা আছে তোমার।

এবং সুন্দর আসলে কী, কয়েকটা অক্ষর পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করা একটা শব্দ ছাড়া? তোমাকে  সবসময়ই নিজের অবাক করা সংজ্ঞা হতে হবে। এটা যে কোনো সৌন্দর্যের চেয়ে অনেকবেশি গুরুত্বপূর্ণ চিরকাল।”

মূলঃ নিকিতা জিল (Nikita Gil) একজন ব্রিটিশ-ইন্ডিয়ান কবি, নাট্যকার, লেখক ও ইলাস্ট্রেটর। জিল সোশ্যাল মিডিয়াকে তার পাঠকদের সাথে যুক্ত হবার জন্যে ব্যবহার করে থাকেন। ইন্সটাগ্রামে তার ৬,৫০,০০০ এর অধিক ফলোয়ার আছে। জনপ্রিয় এই  প্লাটফর্মে তিনি সবচেয়ে জনপ্রিয় কবিদের অন্যতম।

সর্বশেষ
জনপ্রিয়