ঢাকা, শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৪ ১৪৩০

আমাদের রাজনীতি হবে মেধাভিত্তিক : ছাত্রলীগ সভাপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ক্ষমতার রাজনীতি নয়, আমাদের রাজনীতি হবে মেধাভিত্তিক।দক্ষতা ও সৃজনশীলতার ওপর নির্ভরশীল।মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, অনেক আশা নিয়ে এই রুয়েট ক্যাম্পাসে আমরা এসেছি। সম্মেলনে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। নেতাদের আগের পথ চলায় কী ভুল ছিল। সামনে আমাদের কীভাবে সংগঠিত হতে হবে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া রয়েছে, সেগুলো ছাত্রলীগ কীভাবে সমাধান করবে।

তিনি বলেন, বার্ষিক সম্মেলনের মাধ্যমে রুয়েট ছাত্রলীগ আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি তা পূরণ করার সক্ষমতা অর্জন করবে। আমরা সব সময় সংখ্যার ওপরে গুরুত্ব দেইনি। ছাত্রলীগের শক্তিকে কেন্দ্রীভূত করার জন্য আমরা সম্মেলন করি না। আমরা এই শক্তিকে বিকেন্দ্রীকরণ ও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সম্মেলন করি।

তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি সব জায়গায় মিল রয়েছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছাত্র রাজনীতিতে পরিবর্তন থাকা প্রয়োজন। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পার্থক্য থাকা জরুরি। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন।

ছাত্রলীগের এ নেতা বলেন, আমরা আশা করি আগামীতে রুয়েট শাখা ছাত্রলীগ সেই জায়গায় নেতৃত্ব দেবে। আমাদের নিশ্চিত করতে হবে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের জন্য ক্ষতির কারণ হবে না। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, লেখাপড়া, ক্যারিয়ার বিকাশ করার জন্য বরং সহায়ক ভূমিকা পালন করবে। এটা আমাদের ছাত্রলীগকে প্রমাণ করতে হবে।

এ সময় রুয়েট শাখা ছাত্রলীগের বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়