ইউএফও নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো নাসা
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
আকাশে বিভিন্ন সময় দেখতে পাওয়া রহস্যময় অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, বেশির ভাগ ইউএফও’র ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তবে বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি করা নয়, আবার প্রাকৃতিকও নয়।
পর্যালোচনা ও বিশ্লেষণ করে গবেষকরা এই প্রতিবেদনে বলেন, মহাজাগতিক উৎস থেকে ইউএফও আসছে, এমন ধারণার এখন পর্যন্ত কোনো ভিত্তি নেই। তবে এই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না।
নাসা বলছে, ভবিষ্যতে এসংক্রান্ত অনুসন্ধানের জন্য তারা একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে চায়। এ ছাড়া তাদের লক্ষ্য বিজ্ঞানকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরির পরিস্থিতি থেকে বের হতে চান তারা।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে ইউএফওসংক্রান্ত গবেষণায় কাজে লাগানো যায়, তা ওই প্রতিবদনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়। ইউএফওর রহস্য উদঘাটনকে আকাশপথে যোগাযোগব্যবস্থা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়।
এর আগে চলতি বছরের মে মাসে ১৬ জন গবেষকের একটি দল তাদের প্রাথমিক পর্যবেক্ষণের ফলাফলে জানান যে তাদের কাছে প্রত্যক্ষদর্শীর বয়ানসহ যতটুকু তথ্য রয়েছে, তা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার জন্য যথেষ্ট নয়। তাদের আরো বিস্তারিত ও স্বচ্ছ তথ্য-প্রমাণ প্রয়োজন।
গবেষকদলের সদস্য নাদিয়া ড্রেক বলেন, ‘ঘটনাগুলোকে এমন কিছু হিসেবে বর্ণনা করা হয়েছে যেগুলো কোনো অপারেটর বা সেন্সর দ্বারা সহজে বোধগম্য নয় কিংবা এগুলো এমন কিছু যা অদ্ভুত কিছু করছে।’
- মিশরে চার বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
- হেঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিড়লো ছেলের বউ!
- সিঙ্গাপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- ইউরোপে পর্যটনে বদলের আভাস, ভিসা লাগবে আমেরিকানদের
- বিশ্ব সংকটের মধ্যেই আরো উত্তেজনা সৃষ্টি করল উত্তর কোরিয়া
- নগ্ন ছবি ও ভিডিও ছড়ানোর কারণে মিয়ানমারের মডেলের জেল
- শিম্পাঞ্জির ছানা চুরি করে মুক্তিপণ দাবি!
- কোভিডের চাইতেও ভয়াবহ ভাইরাস তৈরি করছে চীন!
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, সামনে বিশ্বযুুদ্ধ!
- ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইতিহাস তৈরি করল উত্তর কোরিয়া