ঈদে অনলাইন কেনাকাটায় নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত
স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন। এখন অনেকেই অনলাইন কেনাকাটা করেন।
করোনার সময় থেকে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন অনেকেই। আবার মার্কেটে গিয়ে ঘুরে দেখে কেনার সময়ও থাকে না। তবে অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনাও খুব সাধারণ। প্রতারকরা নকল ওয়েবসাইট খুলে প্রতারণা করছে ক্রেতাদের সঙ্গে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে নকল ওয়েবসাইট চিনবেন-
>> প্রথমেই অ্যাড্রেস বার চেক করুন। প্রথমেই অ্যাড্রেস বারের শুরুতে https:// আছে কি না দেখে নিন। https://-এ ‘S’ এর অর্থ সিকিউর। অর্থাৎ ‘S’ থাকলে বুঝে নিন ওয়েবসাইটটি সঠিক।
>> ওয়েবসাইটে প্যাডলক বা তালা চিহ্ন আছে কি না দেখে নিন। ওয়েবসাইটে প্যাডলক থাকার অর্থ হলো ওয়েবসাইটটি সুরক্ষিত।অ্যাড্রেস বারের উপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।
>> একটু খেয়াল করলেই দেখবেন স্ক্যামাররা বড় বড় ডিসকাউন্ট অফার দেয় তাদের স্টোরে। সেগুলো আবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রচারও করা হয়। মানুষ সেই প্রচার দেখে তাদের ওয়েবসাইটে ঢোকে। তাই যখনই বিরাট কোনো অফার দেখবেন এড়িয়ে যাবেন।
>> ইউআরএলের বানান চেক করুন। কোনো বানান ভুল আছে কি না দেখে নিন। নকল সাইট চেনার আরও একটি উপায় হল, ইউআরএলের বানান ভুল।
>> অনলাইন রিভিউ দেখে নিন। কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন।যে কোনো ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য গুগলে গিয়ে ‘রিভিউস ফর (সাইটের নাম)’ সার্চ করুন। সেখানেই এর বিভিন্ন ধরনের রিভিউ পাবেন। খারাপ রিভিউ দেখলে ওয়েবসাইটটি এড়িয়ে যান।
- নকিয়ার নতুন স্মার্টফোনে দুর্দান্ত ডিজাইন, দামও ‘সাধ্যের মধ্যে’
- সাইবার নিরাপত্তার সহায়ক হতে পারে চ্যাটজিপিটি
- স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে, রক্ষা পাবেন যেভাবে
- কম্পিউটারের কিবোর্ডে দুইটি শিফট বাটন কেন থাকে?
- ফিরে এসেছে হোয়াটসঅ্যাপ
- হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করবেন যেভাবে
- ২ দিন পর হোয়াটসঅ্যাপ কাজ করবে না যেসব ফোনে
- ফেসবুক প্রোফাইলে চারটি তথ্য জানানো যাবে না
- ওয়াইফাইয়ের গতি বাড়ানোর ৫ উপায়
- ঈদে অনলাইন কেনাকাটায় নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে