এবার বিচারকের আসনে মাহি
বিনোদন ডেস্ক

মাহিয়া মাহি
২০১২ সালে ‘ভালোবাসার রং’ দিয়ে অভিষেক ঘটা ‘অগ্নিকন্যা’ খ্যাত মাহিয়া মাহি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন। ব্যক্তিজীবন, সংসার, সন্তান আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে শিগগিরই আবারো কাজে ফিরেছেন এ অভিনেত্রী। তবে নতুন পরিচয়ে। হয়েছেন বিচারক। একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি।
দেশের একটি বেসরকারি চ্যানেলে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ নামে একটি প্রতিযোগিতা। যেখানে একটা নির্দিষ্ট বয়সের অবিবাহিত নারীরা সৌন্দর্য এবং মেধার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, কাজটি আমার জন্য একেবারেই নতুন। কিছুটা চ্যালেঞ্জিংও। এরই মধ্যে শুরুও করেছি। অনেক মেধাবী আছেন এখানে। তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করা সহজ কাজ নয়। তবে বিশ্বাস আছে- সঠিক বিচারটাই করতে পারব।
এদিকে নিজের ফিটনেস ঠিক করে আবারো সিনেমার শুটিংয়ে ফিরছেন এ নায়িকা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে সামনের মাসেই। এতে থাকছেন মাহি।
এ বিষয়ে এ চিত্রনায়িকা বলেন, ‘ফারিশ (সন্তান) হওয়ার পর নিজেকে আবারও ফিট করতে কিছুটা সময় লেগেছে। আগামী মাস থেকেই শুটিং শুরু হবে।’
- ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তিশা
- শাকিবের খোঁজে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় ১৩ বছরের কিশোরী!
- এবার নিশোকে নিয়ে মুখ খুললেন মৌসুমী
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-স্বস্তিকা, থাকছে আরও চমক!
- আমি নাকি ফিতা কাটা নায়িকা: অপু বিশ্বাস
- বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা
- অবশেষে ছেলে নিয়ে হাজির বুবলি ও শাকিব
- যার কারণে সাত সাগর পাড়ি দিতেও আপত্তি নেই মাহির
- ধর্ষণ বিতর্কের মাঝেই শাকিবকে সমর্থন বুবলীর
- বুবলীর পেটের বাচ্চা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঝন্টু!