এলিয়েন কি আছে?
নিউজ ডেস্ক

এলিয়েন কি আছে?
মহাকাশে এলিয়েন আছে কি নেই- এ নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। গত বৃহস্পতিবার মেক্সিকোতে ‘নন-হিউম্যান’ (মানুষ নয়) সন্দেহ করা হচ্ছে এমন দুটি প্রাণীর দেহ সামনে আনার পর এলিয়েন সংক্রান্ত আলোচনা নতুন মাত্রা পেয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক প্রতিবেদন প্রকাশ করেছে, যার মূল বিষয়বস্তুই ছিল মহাকাশে এলিয়েনের অস্তিত্ব আছে নাকি নেই? দীর্ঘ এক বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর ৩৬ পৃষ্ঠার এই প্রতিবেদনে নাসার বিজ্ঞানীরা বলছেন, এলিয়েনের উপস্থিতির কোনো প্রমাণ তারা পাননি। তবে এলিয়েন থাকার সম্ভাবনা উড়িয়েও দিতে পারছেন না বিজ্ঞানীরা।
গত বৃহস্পতিবার মেক্সিকোতে অনুষ্ঠিত কংগ্রেসের এক শুনানিতে অদ্ভুত দুটো মমি উপস্থাপন করেন জেমি মসেন নামে দেশটির এক সাংবাদিক। তারপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। এই দেহাবশেষের রঙ কিছুটা ধূসর, দেখতেও মানবদেহের মতোই। জেমি মসেন দাবি করেন, তিনি ২০১৭ সালে পেরুর প্রাচীন নাজকা লাইন এলাকা থেকে এদের মরদেহ খুঁজে পেয়েছিলেন। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি থেকে এই জিনিসটির কার্বন ডেটিং করেছেন বলেও জানিয়েছেন তিনি। কার্বন ডেটিংয়ে দেখা গিয়েছে এই বস্তুগুলো প্রায় এক হাজার বছর পুরনো।
মহাকাশে মাঝেমধ্যে বিভিন্ন বস্তুর নড়াচড়া চোখে পড়ে বলে দাবি করা হয়, সেগুলোকে ইউএফও হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টকে সংক্ষেপে ইউএফও বলা হয়, যার মানে অজ্ঞাত উড়ন্ত বস্তু। অনেকে বলেন এগুলো ভিনগ্রহের প্রাণীদের চালানো নভোযান, মানে এলিয়েনদের বাহন। এই ইউএফওকে মার্কিন স্পেস এজেন্সি নাসা বলে থাকে ইউএপি বা আনআইডেন্টিফায়েড অ্যানাম্যালাস ফেনোমেনা। বাংলায় বলা যেতে পারে অজ্ঞাতঅস্বাভাবিক ঘটনা।
ইউএফও বা ইউএপির ব্যাখ্যা খুঁজতে গত বছর এক আলাদা গবেষক দল নিয়োগ করে নাসা। ১৬ সদস্যের এই দল গত বছরের অক্টোবর থেকে শুরু করে গবেষণা। উদ্দেশ্য ছিল আসলেই পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা জানা। গবেষক দলটি গত মে মাসে তাদের প্রাথমিক ফল প্রকাশ করে। তখন জানানো হয়, হাতে থাকা তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ এ বিষয়ে কোনো উপসংহার টানার জন্য যথেষ্ট নয়। তারা নিয়মতান্ত্রিক উপায়ে আরও উচ্চমানের তথ্য সংগ্রহের আহ্বান জানান।
মে মাসে এই বিজ্ঞানীরা জানান, তারা ২৭ বছরে বর্ণিত ৮০০টি ঘটনা নিয়ে কাজ করেছেন। যার মধ্যে ২ থেকে ৫ শতাংশকে তারা অস্বাভাবিক বা অনিয়মিত বলে অভিহিত করেন। এগুলোকে যে কোনো বস্তু যা সেন্সর বা সেন্সরের পরিচালক তাৎক্ষণিকভাবে চিহ্নিত বা অনুধাবন করতে পারেনি অথবা উদ্ভট কোনো ঘটনা হিসেবে বর্ণনা করেন বিজ্ঞানী দলের অন্যতম সদস্য নাদিয়া ড্রেক।
অবশেষে গত ১৪ সেপ্টেম্বর এই গবেষণার চূড়ান্ত ফলই তুলে ধরা হয় নাসার ইউএপি স্টাডি রিপোর্টে। রিপোর্টের একেবারে শেষ পাতায় বলা হয়েছেÑ এ রকম উপসংহারে আসার কোনো কারণ নেই যে, যেসব ইউএপি নিয়ে নাসা তদন্ত করেছে, সেগুলোর পেছনে কোনো বুদ্ধিমান প্রাণীর হাত আছে। তবে যাই হোক, এসব বস্তু আমাদের সৌরজগতের ভেতর দিয়েই ভ্রমণ করেছে এখানে পৌঁছতে।
যদিও রিপোর্টে বলা হয়নি যে, বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব আছে। কিন্তু নাসা এই ব্যাপারটি অস্বীকারও করেনি। তারা বলছে, “সম্ভবত পৃথিবীর অভ্যন্তরে অজানা কোনো এলিয়েন প্রযুক্তি হয়তো কাজ করে চলেছে।” তবে নাসার প্রশাসক বিল নেলসন স্বীকার করেন যে, বিলিয়ন বিলিয়ন গ্রহ-নক্ষত্রের মধ্যে পৃথিবীর মতো আরেকটা গ্রহ থাকতে পারে।
নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক নিকোলা ফক্স বলেন, ইউএপি আমাদের এই গ্রহের অন্যতম বড় এক রহস্য। আমাদের হাতে আসলে পর্যাপ্ত তথ্য নেই। তাই আমরা সুনিশ্চিত বৈজ্ঞানিক সমাপ্তি টানতে পারছি না। আমরা জানি না যে, এই ইউএপিগুলো কেমন ও কোথা থেকে আসছে?
রিপোর্টে বলা হয়, বেশির ভাগ ইউএফও ব্যাখ্যা করা গেলেও কিছু পাওয়া যায় যেগুলো মানবসৃষ্ট না, আবার প্রাকৃতিক কারণেও হয়নি। নিকোলা ফক্স ঘোষণা দেন নাসা ইউএপি গবেষণায় একজন নতুন পরিচালক নিয়োগ দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় না জানালেও তার কাজ সম্পর্কে বলা হয়েছে তিনি, তিনি একটা বিশদ ডাটাবেজ তৈরি করবেন যাতে ভবিষ্যৎ ডাটা বিশ্লেষণে সহায়ক হয়।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকার ইউএপিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। কারণ তারা মনে করেন, এর সঙ্গে বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের সংযোগ রয়েছে। হয়তো সেগুলো চীন বা উত্তর কোরিয়ার মতো বৈরী রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম! নাসার পাশাপাশি পেন্টাগনও এ বিষয় নিয়ে তদন্ত করছে। গত জুলাই মাসে এক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কংগ্রেসের এক কমিটির কাছে দাবি করেন, তিনি বিশ্বাস করেন যে সরকারের কাছে ইউএপি ও ভিনগ্রহের প্রাণীর দেহাবশেষ আছে। বিজ্ঞানী যাই বলুক, ভিনগ্রহের প্রাণী বা ইউএপি নিয়ে আলোচনা সহসাই থামছে না বলা যায়।
- মিশরে চার বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
- হেঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিড়লো ছেলের বউ!
- সিঙ্গাপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- ইউরোপে পর্যটনে বদলের আভাস, ভিসা লাগবে আমেরিকানদের
- বিশ্ব সংকটের মধ্যেই আরো উত্তেজনা সৃষ্টি করল উত্তর কোরিয়া
- নগ্ন ছবি ও ভিডিও ছড়ানোর কারণে মিয়ানমারের মডেলের জেল
- শিম্পাঞ্জির ছানা চুরি করে মুক্তিপণ দাবি!
- কোভিডের চাইতেও ভয়াবহ ভাইরাস তৈরি করছে চীন!
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, সামনে বিশ্বযুুদ্ধ!
- ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইতিহাস তৈরি করল উত্তর কোরিয়া