ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কবিতা পর্ব : উঠে দাঁড়াও

সুশান্ত সরকার

প্রকাশিত: ১৬:৫১, ১১ সেপ্টেম্বর ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কর্মেই সম্ভাবনা উন্মোচিত হয়
উদ্ভাসিত হয় আলো
অবগাহন সেরে এই আলোকে
নিজেকেই তৈরি করো
উঠে দাঁড়াও, আলোকিত হও
হয়তোবা তোমার পাশে এখন নেই কেউ
নেই খোঁজ নেবার মতো কারো সময়
হারিয়ে ফেলেছো তুমি সুসময়ের সুজনদের।
যখনই তোমার বেকায়দায় পড়ে যাবার খবর পেয়েছে,
ততক্ষণে মঙ্গলযাত্রা শুরু হয়েছে অনেকেরই হৃদয়ে।
শুধু তুমি দাঁড়িয়ে উঠতে পারোনি বলে!

কি অবাক লাগছে!
মোটেই অবাক হওয়ার বিষয় নয়
অহরহ ঘটছে এমন বন্ধুমহল কিংবা অন্তরঙ্গ কোনো দৃশ্যপটে, নিয়তই...

যে পাখিরা সারি সারি সুরেলা কণ্ঠে উড়ে উড়ে চলে
তারা যদি কখনো ছন্দহীন হয়, বিচ্যুত হয় নিজস্ব গতিপথ থেকে,
থমকে কি যায় না স্বাভাবিকতা!
ইঙ্গিত কি দেয় না বিচ্ছিন্নতা!
ঠিক তেমনই যারা বুঝে ফেলে তোমার বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা
তারা মুখ লুকিয়ে নেয় এড়িয়ে যাবার ছলে

এখানেই শেষ নয়,
যদি কখনো ফিরে আসে তোমার সম্ভাবনা
প্রতিষ্ঠিত হবার, উজ্জীবিত হবার
আসবে তোমার বন্ধুরা ভালোবাসার জয়গান গেয়ে।

বলবে, ‘বন্ধু প্রথম যেদিন তোমায় দেখেছি;
সেদিনই মনে হয়েছে তুমি অনেক বড় হবে!

সর্বশেষ
জনপ্রিয়