ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

কবিতা পর্ব : একদিন সবাই কবি হয়ে যাবো

সুশান্ত সরকার

প্রকাশিত: ১৬:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৩  

ফাইল ছবি

ফাইল ছবি

একদিন আমরা সবাই কবি হয়ে যাবো
কেউ হবো প্রেমের কেউবা স্বপ্ন দেখার
কেউ হবো আশার কেউবা ভালোবাসার

কেউবা হবো মানবতার
কেউবা নিপীড়িত-নিগৃহীত জনতার
সবাই কবি হয়ে যাবো
অন্ধকার থেকে আলো, শূন্য থেকে মহাশূন্যে
অবাধ বিচরণ হবে কবিদের
কবিদের শব্দে শব্দে
জয়গান হবে জীবনের।

সর্বশেষ
জনপ্রিয়