ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

কবিতা পর্ব : চিরতরে ছুটি

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১৬:১৪, ২২ আগস্ট ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তোমায় চিরতরে ছুটি দিলাম
পথে-প্রান্তরে অভিমানের ছুরির ফলা রেখেছি
তোমার দিকটায় আর যাওয়া হবে না
হৃদয় উত্তাল ঝড়ে আছড়ে পড়লেও
তবুও আর কখনো ডাকবো না।

তোমায় চিরতরে ছুটি দিলাম
আষাঢ় জোয়ারে ভেসে বনভূমির মতো হয়েছি
কান্নার বৃষ্টিতে মন ভিজিয়ে নিয়েছি
এইবার যদি শুষ্কতায় হৃদয় তৃষ্ণায় ফেটে যায়
তবু পৃথিবীর বুকে ডাকবো না।

তোমায় চিরতরে ছুটি দিলাম
অখণ্ড নির্জনতাকে বরণ করে নিলাম
দুঃখ দরজায় এঁটে তোমার মুখ আড়ালে গেলাম
যদি দুঃখে বুক ফেটে গভীর কান্না নামে
তবু আর কিছুতেই ডাকবো না।

সর্বশেষ
জনপ্রিয়