ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

কবিতা পর্ব : তেইশ বসন্তের পর

সৌমেন্দ্র গোস্বামী

প্রকাশিত: ১৩:৫৭, ২১ আগস্ট ২০২৩  

ফাইল ছবি

ফাইল ছবি

যে মেয়েটি সদ্য পছন্দ করতে শুরু করেছে
অনায়াসে তাকে জড়িয়ে নিতে পারতাম
খুব যে সমস্যা হতো; অভাব-অনটন
যোগ্যতা-অযোগ্যতার ভয়
চাকরি হবে কি হবে না চিন্তা
তা কিন্তু নয়
বরং সমস্যা নেই জেনেই চুপ করে থাকা
আজকাল পোড় খাওয়া ব্যাংকারের মতোন হয়ে গেছি
সহসাই ধরে ফেলি হিসেবের ভুল
কেউ ডেকে মন্দ বলে, কেউ হয় মশগুল।

সর্বশেষ
জনপ্রিয়