ঢাকা, শনিবার   ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৪ ১৪৩০

কবিতা পর্ব : তোমার শহরে

লাকি জাদু

প্রকাশিত: ১২:৪১, ২৩ জানুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তোমার শহরে সহস্র
ল্যাম্পপোস্টের আলোর ভিড়ে,
পূর্ণিমা চাঁদের আলোর মহিমা
হৃদয়টাকে তোলপাড় করে...

তোমার শহরে অলিগলি
ছেয়ে আছে পোস্টারে
ক্ষমতা লোভী মন উন্মাদ
দিতে প্রাণ মিছিলে অকাতরে।

তোমার শহরে সজ্জিত
আলোকসজ্জার বাসরে
নির্ঘুম কত রাত কাটে একাকী—
না পাওয়ার হাহাকারে।

সর্বশেষ
জনপ্রিয়