ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

কবিতা পর্ব : বিভ্রান্তি

সৌমেন্দ্র গোস্বামী

প্রকাশিত: ১৬:৪৩, ২০ আগস্ট ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সকালের চায়ের কাপে লেগে থাকা শেষ চুমুকের মতো
তোমার চিবুকে, ঠোঁটে, গালে
কোথাও কি এক ফোঁটা আমি লেগে নেই

বিষণ্ন দুপুরে হুইসেল বাজিয়ে ট্রেন চলে যাওয়ার পর
জোড়াতালি দেওয়া লাল কালো সংশয়
মাকড়সার জালের মতো ঘিরে ধরে
নক্ষত্রের সমান অভিশপ্ত জীবনে বারংবার প্রশ্ন জাগে
তোমার চিবুকে, ঠোঁটে, গালে
কোথাও কি এক ফোঁটা আমি লেগে নেই

সর্বশেষ
জনপ্রিয়