কবিতা পর্ব : শতভাবে ভালোবেসেছি
জান্নাতুল নাঈম

প্রতীকী ছবি
যদি চিৎকারে বলা যেতো
তোমাকে শতবারে শতভাবে ভালোবেসেছি
তাহলে বুকের ভেতর যা দুঃখ জমা ছিল
কিছুটা হলেও কমতো
এটা যে মানুষের আবাসস্থল
সুস্থ মানুষ এখানে চিৎকার করে না।
যদি পৃথিবীকে বলা যেতো
তোমার জন্য জীবনকে পিছিয়েছি
তাহলে রোজ রোজ বুকের ভেতর ঝড় তুলে
কিছুটা হলেও কমতো
এটা যে মানুষের আবাসস্থল
সব দুঃখ জানাতে নেই।
যদি একবার তোমাকেই বলতে পারা যেতো
তোমার জন্যই আমার ভীষণ দুঃখ হয়
তাহলে রোজ রোজ অন্ধকারে চোখের জল পড়ে
তা কিছুটা হলেও কমতো
এটা যে মানুষের আবাসস্থল
ভালো না থাকলে ভালো আছি বলতে হয়।
শিল্প ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
- ছোট গল্প: হৃদয় আকাশে মেঘ
- কবিতা: মায়ের ভাষা
- কবিতা: চৈতী তৃষা
- স্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
- কবিতা: সাদা পাথর ছুঁয়েছে মন
- কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও
- কবিতা: কখনো কি, বিধ্বস্ত নগরী ও অর্থ
- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
- আনি আরনক্স: আত্মজীবনীর নতুন রূপকার
- সাহিত্য কর্ম: চন্দ্রলেখা
সর্বশেষ
জনপ্রিয়