ঢাকা, সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

কবিতা পর্ব : শতভাবে ভালোবেসেছি

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ আগস্ট ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যদি চিৎকারে বলা যেতো
তোমাকে শতবারে শতভাবে ভালোবেসেছি
তাহলে বুকের ভেতর যা দুঃখ জমা ছিল
কিছুটা হলেও কমতো
এটা যে মানুষের আবাসস্থল
সুস্থ মানুষ এখানে চিৎকার করে না।

যদি পৃথিবীকে বলা যেতো
তোমার জন্য জীবনকে পিছিয়েছি
তাহলে রোজ রোজ বুকের ভেতর ঝড় তুলে
কিছুটা হলেও কমতো
এটা যে মানুষের আবাসস্থল
সব দুঃখ জানাতে নেই।

যদি একবার তোমাকেই বলতে পারা যেতো
তোমার জন্যই আমার ভীষণ দুঃখ হয়
তাহলে রোজ রোজ অন্ধকারে চোখের জল পড়ে
তা কিছুটা হলেও কমতো
এটা যে মানুষের আবাসস্থল
ভালো না থাকলে ভালো আছি বলতে হয়।

সর্বশেষ
জনপ্রিয়