কবিতা পর্ব : শিখেও শিখিনি
সুশান্ত সরকার

ফাইল ছবি
আপনাকে আমি ভালোবাসি
আগামীতেও ভালোবাসবো
এ ব্যাপারে নেই কোনো সন্দেহ,
কারণ আপনার কাছ থেকেই
শিখেছি কীভাবে সমুদ্রে হাঁটবো
আমি শিখেছি রং পরিবর্তন করতে
আমি শিখেছি মুখ মুখোশে ঢাকতে
আপনাকে আমি চাই শ্রদ্ধার জায়গাতেই রাখতে
আপনিই যে শিখিয়েছেন মেকি হাসি হাসতে।
হ্যাঁ, শেখা আপনার কাছ থেকেই!
মানুষকে কীভাবে অকারণ অপমান করতে হয়।
কীভাবে মানুষকে টেনে নিচে নামাতে হয়
হ্যাঁ, আমি শিখেছি আপানার থেকেই
নিজের জায়গা স্বচ্ছ রাখতে হয়
শিখেছি প্রতিমুহূর্তে নাটক করে
কীভাবে বেঁচে থাকা হয়।
শিখেছি অন্যের হক মেরে
কীভাবে পাহাড়ের চূড়ায় বসে থাকা যায়।
বিশ্বাস করুন বা না করুন
আপনাকে অবশ্যই মাথায় রেখেছি।
তবে একটা জিনিস পারিনি
কোনোভাবেই আমি পারিনি
আপনার শেখানো দর্শন বাস্তবিক জীবনে প্রয়োগ করতে
কারণ আমি যে এই জীবনচলায় মিথ্যা শিখিনি
নিজেকে কখনো বড় ভাবিনি
কখনো মুখকে আমি মুখোশ করতে পারিনি
আপনার মতো দ্বৈত চরিত্র আমি শিখতে পারিনি
মাথায় তুলে দিয়ে নিচ থেকে মই সরিয়ে নেওয়ার
কৌশল আমি শিখতে পারিনি, সত্যিই পারিনি
মুখে এক অন্তরে আরেক হতে পারিনি।
অবশেষে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো
এ কারণে যে, আপনার সব শিক্ষা আমি নিতে পারিনি
যা কখনো পারবোও না
কারণ আমি যে আমাতেই চলি
আমি জীবনের কথা বলি...
- ছোট গল্প: হৃদয় আকাশে মেঘ
- কবিতা: মায়ের ভাষা
- কবিতা: চৈতী তৃষা
- স্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
- কবিতা: সাদা পাথর ছুঁয়েছে মন
- কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও
- কবিতা: কখনো কি, বিধ্বস্ত নগরী ও অর্থ
- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
- আনি আরনক্স: আত্মজীবনীর নতুন রূপকার
- সাহিত্য কর্ম: চন্দ্রলেখা