ঢাকা, শনিবার   ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৪ ১৪৩০

কবিতা পর্ব: জেনে রেখো

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১৮:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যতদূরে যাও জেনে রেখো
তোমার ছায়া আজও আমি রোদ্দুরে দেখি
ঝলসানো হৃদয়ে তোমার শরীর দেখি
ভালোবাসায় এত রোদ্দুর জানলে,
আমি তোমার প্রেমে পড়তাম না।

যতদূরে থাকো ভেবে নিয়ো
তোমার মায়া আমার মস্ত বুকে আসন পেতেছে
আমি সন্তর্পনে কতবার সরিয়েছি
এমন করে গোপনে দুঃখ দেবে জানলে,
ভালোবাসি তোমায় জানাতাম না।

সর্বশেষ
জনপ্রিয়