ঢাকা, শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৪ ১৪৩০

কবিতা পর্ব: নীলগিরিতে আফ্রোদিতি

আবু আফজাল সালেহ

প্রকাশিত: ১৬:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরৎমেঘ, পাখির ঝাপট স্নিগ্ধমেঘে নীলোৎপল
ওপারে মিজোরাম
মেঘের মধ্যে সরলরেখায় আমার হাতে তোমার হাত
ধূসর পাহাড়ের স্রোতে শুভ্রমেঘ
আফ্রোদিতি! আফ্রোদিতি!
সাদা সাদা মেঘে বহুমাত্রিক খণ্ড
স্তরে-স্তরে শুভ্রগিরি—যেন অযুত তাজমহল।

শ্রাবণপ্লাবন ওঠে এই হৃদয়ে
তোমাকে যে বাসি ভালো, তা-কি তুমি জানো?
স্বপ্ন জানে, এই নীলগিরিও জানে।
মিথ্যার ঘরে বসতি তোমার?
বেখেয়ালি-হাত না সচেতন-শব্দশ্রেণি কে বেশি বিশ্বস্ত?

সর্বশেষ
জনপ্রিয়