ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

কবিতা পর্ব: সুখের অসুখ

আরিফ হাসান

প্রকাশিত: ১৬:২৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩  

ফাইল ছবি

ফাইল ছবি

টেকনিক্যাল থেকে মিরপুর রিকশা পাওয়া যায়?
এখন কি বলো, রিকশা থেকে পড়ে যাই ধরো আমাকে!
এখনো কি তাজমহল রোডের অপেক্ষায় থাকো?
সুখ!
আমার প্রচণ্ড অসুখ!
তোমার স্টেতেস্কোপে সর্দিজ্বরের শব্দ কি আসে?
চাইনিজ বিল মুচকি হেসে এখনো দাও?
এখনো কি খোঁজ স্টাবলিস্ট পিলার!
চোখের সামনে তুমি নাই।
মনের মধ্যেও কোনো জায়গা নাই।
ভালো থেকো সুখ।
জেনে রেখো
আমার প্রচণ্ড অসুখ!

সর্বশেষ
জনপ্রিয়