কবিতা: মায়ের ভাষা
সিবগাতুর রহমান

প্রতীকী ছবি
নানান দেশের নানান বর্ণে নানান রূপের ভাষা
কোন ভাষাতে মিটাই সবে মনের সকল আশা
কোন ভাষাটা প্রেমপ্রীতি ও আবেগ দিয়ে ঠাসা
কোন ভাষাতে প্রকাশ করে সকল ভালোবাসা?
কোন ভাষাটা মায়ের মুখে দিলেন আমার রব
কোন ভাষাতে কবিতা গানে পাখিদের কলরব
কোন ভাষাতে নদীতে ঢেউ কুলু কুলু বয়ে যায়
কোন ভাষাতে গুলবাগিচায় অলিরা গান গায়?
কোন ভাষাতে সুখ ও দুঃখ জড়িয়ে থাকে বুকে
কোন ভাষাতে কাঁদি ও হাসি আনন্দে ও শোকে
বহু দেশে ঘুরে শুনেছি কত নানান রঙের ভাষা
এমন মধুর ভাবের প্রকাশ কোন ভাষাতে ঠাসা?
কোন ভাষাটা মধুর এমন তার চেয়ে মধুর নাই
কোন ভাষাটায় মনের সকল শান্তি খুঁজে পাই
কোন ভাষাতে ঠাকুমা শোনায় গল্প রাশি রাশি
কোন ভাষাতে ‘মা’ ডাকিতে বড্ড ভালোবাসি?
সেই ভাষাটা কোন সে ভাষা বলতে পারো ভাই
মায়ের পরশ বোনের স্নেহ এমন কোথাও নাই
বলতে পারো তোমরা কেউ সেই ভাষাটার নাম
কোন ভাষাটা আনতে গিয়ে ভাইকে হারালাম?
মন মননের মণিকোঠায় সেই ভাষাটার চাষ
এই ভাষা মোর মাতৃভাষা হৃদয়ে তার বাস।
আমার মায়ের মুখের ভাষা বাংলা তার নাম
এই ভাষাটাই ভাইয়ের রক্তে আপন করলাম।
- ছোট গল্প: হৃদয় আকাশে মেঘ
- কবিতা: মায়ের ভাষা
- কবিতা: চৈতী তৃষা
- স্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
- কবিতা: সাদা পাথর ছুঁয়েছে মন
- কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও
- কবিতা: কখনো কি, বিধ্বস্ত নগরী ও অর্থ
- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
- আনি আরনক্স: আত্মজীবনীর নতুন রূপকার
- সাহিত্য কর্ম: চন্দ্রলেখা