কম চলা পথ
নিউজ ডেস্ক

কম চলা পথ
হলুদ বনের মধ্যে দুটো পথ আলাদা হয়ে গেছে,
যেহেতু আমার পক্ষে দুটো পথই একসাথে ভ্রমণ করা সম্ভব নয়,
সেহেতু আমি ভ্রমণকারী হিসেবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে
উপেক্ষা করলাম সেই পথটিকে যা লতাগুল্মের জঙ্গলের মধ্যে বেঁকে চলে গেছে;
এরপর আমি অন্য পথটি বেছে নিলাম, যৌক্তিক ভেবে,
ও সম্ভবত বেশি ভালো মনে করে,
কারণ সেটি ছিল ঘাসে ঢাকা ও জীর্ণতাহীন,
যদিও বুঝেছিলাম দুটো পথেই পথিকরা চলাচল করে থাকে।
এবং সেদিন ভোরে দুটো পথই পাতা দিয়ে
ঢাকা ছিল, কারণ দুটোতেই কোনো পথিকের পায়ের ছাপ পড়েনি।
সুতরাং আমি প্রথমটিকে অন্যদিনের জন্যে রেখে দিয়েছিলাম,
যদিও আমি জানতাম যে পথ কীভাবে পথের সন্ধান দেয়,
তবুও আমার সন্দেহ হয়েছিল যে আর কখনো আমি ফিরব কিনা।
আজও আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলিঃ
দুটি পথ আলাদা হয়ে দু’দিকে বনের মাঝে গিয়েছিল হারিয়ে,
এবং আমি-বেছে নিয়েছিলাম সেই পথ, যে পথে গিয়েছিল কম লোকে,
আর সেটাই গড়ে দিয়েছিল ভিন্নতা সবকিছুতে।
- ছোট গল্প: হৃদয় আকাশে মেঘ
- কবিতা: মায়ের ভাষা
- কবিতা: চৈতী তৃষা
- স্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
- কবিতা: সাদা পাথর ছুঁয়েছে মন
- কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও
- কবিতা: কখনো কি, বিধ্বস্ত নগরী ও অর্থ
- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
- আনি আরনক্স: আত্মজীবনীর নতুন রূপকার
- সাহিত্য কর্ম: চন্দ্রলেখা