কিশোরগঞ্জে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্টের আয়োজনে কিশোরগঞ্জের কাতিয়ারচর আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ জেলা এনএস আই এর উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি`র জেলা কমান্ডেন্ট শুব্র চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এই বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- ময়মনসিংহ জেলার ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- ময়মনসিংহের হোটেল ও রিসোর্ট এর তালিকা সমূহ
- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের নতুন ‘এসি ল্যান্ড’ ফাতেমা জান্নাত
- শেরপুর জেলার শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- ময়মনসিংহের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি টাকা