কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের-উদ্ভাবনের স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে দিবসটি শুরু হয়।
বেলা ১১টায় তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা পরিদর্শন করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, উপজেলা প্রকৌশলী বনি আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- ময়মনসিংহ জেলার ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- ময়মনসিংহের হোটেল ও রিসোর্ট এর তালিকা সমূহ
- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের নতুন ‘এসি ল্যান্ড’ ফাতেমা জান্নাত
- শেরপুর জেলার শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- ময়মনসিংহের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি টাকা