চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ফেসবুকে অপপ্রচারে ব্যবস্থা নেবে কমিটি
নিউজ ডেস্ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ফেসবুকে অপপ্রচারে ব্যবস্থা নেবে কমিটি
ফেসবুকে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। তবে কমিটিতে কাদের রাখা হয়েছে সেটা জানানো হয়নি। গত শনিবার রাতে নগরীর লালদিঘীর পাড় কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ অনুষ্ঠিত প্রথম সভায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে জেলা নেতাদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক টিম গঠন, অঙ্গ ও সহযোগী, ভ্রাতৃপ্রতীম সংগঠনের কর্মকাণ্ড জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
সভায় আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক জনসমাগম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, জেলার প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা ও মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী ট্যানেল, ফ্লাইওভার ও চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনসহ মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ শামশুল হক চৌধুরী এমপি। আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, অধ্যাপক ড. আবু রেজা মু. নেজামুদ্দিন নদভী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম আবুল কালাম, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, অ্যাড. মুজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম, মোহাম্মদ নাসির, আয়ুব আলী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব প্রমুখ।
- মানুষ গতকাল বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে: প্রধানমন্ত্রী
- প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগমন নিয়ে বেড়েছে গুজবকারীদের ষড়যন্ত্র
- বিএনপি জনগণের কাছে যায় না, দূতাবাসে ঘুরে বেড়ায় : তথ্যমন্ত্রী
- প্রাথমিক সদস্য সংগ্রহে নামছে আওয়ামী যুবলীগ
- উন্নয়নের পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি
- প্রথম আলো বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করছে : সেতুমন্ত্রী
- বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করেছিল জিয়া
- জেনে নিন, জিয়ার সকল অপকর্ম
- নুর ও মেন্দি সাফাদির বৈঠক নিয়ে যা বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
- হিরো আলমকে ৫০ লাখ টাকা দিয়েছেন পার্থ ও ইশরাক