ঢাকা, সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

জনপ্রতি ৫ শত টাকা দিয়ে শেষ হলো বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২৩  

জনপ্রতি ৫ শত টাকা দিয়ে শেষ হলো বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’

জনপ্রতি ৫ শত টাকা দিয়ে শেষ হলো বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’

বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি রাজশাহী গিয়ে শেষ হয়েছে। কিন্তু টাকার জন্য রোডমার্চে অংশ নেওয়া দিনমুজুররা কর্মসূচি শেষে টাকা না পেয়ে বিএনপি নেতাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন।

গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া চারমাথায় পূর্বঘোষিত তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। এরপর শুরু হয় রাজশাহীর উদ্দেশে যাত্রা। বগুড়া থেকে শুরু করে সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটারের এ রোডমার্চের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব।

এ সময় গাড়ি বহরে থাকা ৩০টি পিকআপ ভর্তি ছিলো উত্তরাঞ্চলের দিনমুজুর। প্রত্যেককে ৫’শ টাকা দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়। তবে রোডমার্চ শেষে প্রায় ২’জনকে টাকা দেওয়া হয়নি। টাকা না পেয়ে রতন নামে এক রাজমিস্ত্রীর সহকারী বলেন, ‘আজকে কাম পাই নাই তাই পাঁচশো টাকার আশায় বিএনপির মিছিলে আইছি। কিন্তু এহন দেখি টাকা দেওয়ার কেউ নাই। সাবাই ভাগছে। ঘরে বাজার নাই বউ বাচ্চা নিয়ে এহন কি খামু আল্লাহ জানে। আমার মতো অনেক গরিব মানুষই টাকা পায় নায়।’

৫’শ টাকায় ভাড়া করা অনেককে পিকআপে করে বগুড়া ফিরিয়ে নেবার কথা থাকলেও তাদের নিয়ে যায়নি বলে অভিযোগ করেছে তারা। এমন আচরণে স্থানীয় বিএনপি নেতাদের গালমন্দ করেন ভাড়ায় আসা দিনমুজুররা।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুব দুঃখজনক। ভাড়া করা লোকজনের জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছিলো দায়িত্বশীল নেতাদের। তারা দিনমুজুরদের টাকা না দিয়ে থাকলে খুব অন্যায় করেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড়দের দেখে ছোটরা শেখে- এটাই নিময়। খালেদা জিয়া, তারেক রহমান যেমন জনগণের হক মেরেছে। জনগণের টাকা বিদেশে পাচার করেছে। এসব দেখে বিএনপির স্থানীয় নেতারাও তাই শিখেছে। সেজন্যেই তারা দলের কর্মসূচিতে ভাড়া করে আনা দিনমুজুরের টাকাও মেরে খায়।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়