জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন
নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শিফট পদ্ধতিতে নেওয়া হবে। ১৮ থেকে ২২ জুনের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু হাসান বলেন, আগের মতো এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ছেলে ও মেয়ে আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব।
চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হওয়া জাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ এপ্রিলের মধ্যে
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির সুযোগ পাবে ৬২১ শিক্ষার্থী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে
- ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে হবে
- প্রস্তুত হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল
- আগামী ১২ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ভাইভা শুরু
- এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন
- ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- নতুন ডিগ্রী চালুর অনুমোদন পেল বাকৃবি
- পিইসি-জেএসসি-এইচএসসির বিষয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব