তানজিন তিশার অভিযোগ পেয়েছি, লুবাবার অভিযোগকারী আটক: ডিবি হারুন
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, তানজিন তিশা আমাদের কাছে এসেছিলেন। তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে শিশুশিল্পী সিমরিন লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা আটক করেছি।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে অভিনয়শিল্পী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। সন্ধ্যায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের পর ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিবি প্রধান বলেন, তানজিন তিশার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তদন্ত করে আমাকে জানাবে তারা।
তিনি বলেন, ধনী, গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা তাদের অভিযোগ রাখি এবং তদন্ত করা হয়।
তানজিন তিশা সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত বিষয়ে প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। বিশেষ করে নারীর ক্ষেত্রে আমাদের উচিত এসব বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে যেন প্রচার করি।
তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিল আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- Tk 12,500 announced as minimum wage for RMG workers
- PM opens Southeast Asia`s largest fertiliser factory in Narsingdi
- এবার আলোর মুখ দেখতে যাচ্ছে ১৬৮ কি.মি দীর্ঘ মেরিনড্রাইভ
- ভোট হতে পারে ৭ জানুয়ারি
- কলাপাড়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৭৫ শতাংশ কাজ শেষ, আগামী জুনে উৎপাদন
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে: মেয়র আতিক
- শোকের মাসের প্রথমদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
- যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হবে : পরিবেশমন্ত্রী
- আর্থসামাজিক উন্নয়ন করে দেশকে এগিয়ে নিতে আমরা সক্ষম : প্রধানমন্ত্রী
- সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন এমপিরা