দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি
নিউজ ডেস্ক

দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি
রাজধানীতে চুরির অভিযোগে গ্রেফতার তিন আসামির মধ্যে দুইজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন- মো. সবুজ সিকদার (৩১) ও মো. মেহেদী (৩২)। এছাড়াও কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আশরাফুল হায়দার চৌধুরী (৪১)।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।
গতকাল রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সবাই দিনের বেলা চুরি করে, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। এ তিনজনসহ তাদের ৫ জনের একটি দল আছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে নগদ প্রায় তিন লাখ টাকা চুরি করে পালিয়ে যায় আসামিরা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ ও মেহেদীদের শনাক্ত করা হয়। রোববার বিকেল এবং রাতে মিরপুর এবং সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
- বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ আগস্ট
- দুর্নীতি মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
- ঢাকার সব ভবনের গ্যাসলাইন পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
- তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- বিএনপি নেতা আমানের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ
- আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন
- ইসির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ ডিসেম্বর
- খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ ডিসেম্বর
- অস্ত্র মামলায় জিকে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড
- বাবুল আক্তার ও ইলিয়াসের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা