ঢাকা, শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৪ ১৪৩০

দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি

দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি

রাজধানীতে চুরির অভিযোগে গ্রেফতার তিন আসামির মধ্যে দুইজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন- মো. সবুজ সিকদার (৩১) ও মো. মেহেদী (৩২)। এছাড়াও কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আশরাফুল হায়দার চৌধুরী (৪১)।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। 

গতকাল রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই দিনের বেলা চুরি করে, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। এ তিনজনসহ তাদের ৫ জনের একটি দল আছে। 

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে নগদ প্রায় তিন লাখ টাকা চুরি করে পালিয়ে যায় আসামিরা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ ও মেহেদীদের শনাক্ত করা হয়। রোববার বিকেল এবং রাতে মিরপুর এবং সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

 

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়