দেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক

দেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা। ব্রিটিশ কোম্পানি থেকে ৪.৫ মিলিয়ন পাউন্ড স্ট্যালিং দিয়ে ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় বিশাল দূরদর্শিতার ফসল। এখন পর্যন্ত এখান থেকে ৬ লাখ ২১ হাজার কোটি টাকার গ্যাস বিক্রয় হয়েছে এবং বর্তমান মূল্যে আরও ৩ লাখ ১৭ হাজার কোটি টাকার গ্যাস সঞ্চিত রয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিদ্যুৎ ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক প্রতিটি খাতে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যে অবদান রেখে গেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। যার দূরদর্শী, বিচক্ষণ ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো তাকেই বাংলাদেশ বিরোধী কুচক্রীমহল হত্যা করে দেশের উন্নয়ন-অগ্রগতি স্থবির করে দেয়। এই স্বাধীনতাবিরোধী চক্রের সদস্যরা ও তাদের উত্তরসূরিরা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। হত্যার রাজনীতি সৃজনকারী, স্বাধীনতাবিরোধী চক্রের কাছে বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র নিরাপদ নয়। এদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আ.ন.ম. তারিক আবদুল্লাহ বক্তব্য রাখেন।
- এবার আলোর মুখ দেখতে যাচ্ছে ১৬৮ কি.মি দীর্ঘ মেরিনড্রাইভ
- কলাপাড়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৭৫ শতাংশ কাজ শেষ, আগামী জুনে উৎপাদন
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে: মেয়র আতিক
- শোকের মাসের প্রথমদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
- যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হবে : পরিবেশমন্ত্রী
- আর্থসামাজিক উন্নয়ন করে দেশকে এগিয়ে নিতে আমরা সক্ষম : প্রধানমন্ত্রী
- সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন এমপিরা
- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
- দেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- জাতীয় জাদুঘরে শাহাবুদ্দিনের বিশেষ শিল্প প্রদর্শনীর উদ্বোধন প্রধানমন্ত্রীর