ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

দেশ ও দেশের নাগরিকদের কল্যাণে স্থানীয় সরকার অঙ্গীকারাবদ্ধ: নেত্রকোণা জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাগরিকের সেবা প্রদান করা হলো স্থানীয় সরকারের প্রধান কাজ। দেশ ও দেশের নাগরিকদের কল্যাণে স্থানীয় সরকার অঙ্গীকারাবদ্ধ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ একথা বলেন।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম শেখ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান প্রমূখ।

আলোচনা শেষে জেলা পরিষদ নেত্রকোণার পক্ষে দুঃস্থ ও অসহায়দের চেক বিতরণ করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়