ধাক ধাক-এর গানের তালে মাধুরী দীক্ষিতকে টেক্কা দিলেন দুই সুন্দরী
নিউজ ডেস্ক

ধাক ধাক-এর গানের তালে মাধুরী দীক্ষিতকে টেক্কা দিলেন দুই সুন্দরী
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি হেলি দারুওয়ালা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে।
পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি হেলি দারুওয়ালা ৩ বছর আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন। এদিন বলিউডের মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর অভিনীত ‘বেটা’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘ধাক ধাক’এর তালেই নিজের স্টুডিওতে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে।সাথে ছিলেন তার সঙ্গী প্রণীতাও। এদিন দুজনেই নীল শিফন শাড়িতে সেজে উঠেছিলেন তারা। খোলা চুলে নিয়েছিলেন মানানসই সাজও। আপাতত, তিনবছর আগেকার এই ভিডিওটির সূত্র ধরেই এই মুহূর্ত একাংশের মাঝে নিজের সঙ্গীকে নিয়েই চর্চায় রয়েছেন হেলি দারুওয়ালা।
- মেয়েকে বুকের দুধ খাওয়াচ্ছেন আলিয়া, ছবি ভাইরাল
- অনন্যার সিগারেট পানের ছবি ভাইরাল
- ‘চোখের পানি ফেলাইয়া ভাইরাল হইছি, শরীর দেখাইয়া না’
- ভারতের বিহারের রেলস্টেশনের এলইডি স্ক্রিনে ৩ মিনিট চললো পর্নো, ভিডিও ভাইরাল
- হট ডান্স করে ফ্যানদের ঘায়েল করলেন রচনা তিওয়ারি
- অভিনেত্রী মোনালিসার হট ভিডিও ভাইরাল
- মিশরের মেয়ে এখন বাংলাদেশী বধূ
- আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন প্রিয়া প্রকাশ
- প্রকাশ্যে নায়িকাকে জড়িয়ে ধরে ভক্তের চুমু, ভিডিও ভাইরাল
- বিয়ে শেষ হতেই ঘুমে ঢলে পড়লেন বর, ভাইরাল ভিডিও