নাশকতার মামলা : খুলনায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
নিউজ ডেস্ক

নাশকতার মামলা : খুলনায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
নাশকতার মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আশিকুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর নাশকতা সৃষ্টির অভিযোগে নগরীর সোনাডাঙ্গা ও হরিণটানা থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিন শেষে তারা মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় জামিন আবেদন করা হলে বিচারক ওই ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী গোলাম মাওলা বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে সোনাডাঙ্গা থানায় দায়ের করা মামলায় থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, বিএনপি নেতা মেহেদী হাসান সোহাগ ও শেখ হেদায়েত হোসেন হেদুকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আব্দুস সবুর জানান, হরিণটানা থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা সাবু মোল্লাসহ ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
- যে কারণে শামা ওবায়েদের অশ্লীল ভিডিও ভাইরাল করে তারেক
- খালেদার বিদেশে চিকিৎসার আবেদন নামঞ্জুরের পেছনে ফখরুলের ষড়যন্ত্র
- মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন মির্জা ফখরুল!
- ছাত্রদল সভাপতি শ্রাবণের ‘আপত্তিকর ভিডিও’ ভিডিও ভাইরাল
- রাজনীতিতে তারেক জিয়ার ব্যর্থতার শত কারণ
- ‘পাক সেনা ক্যাম্পের নারী সাপ্লায়ার’ ছিলেন সাঈদী
- জাইমার কারণে ইশরাককে গ্রেফতার করালো তারেক
- সৌদি আরবে দুর্নীতিবাজদের তালিকায় খালেদা জিয়ার নাম
- বাবুনগরী-মামুনুল এর ষড়যন্ত্র ফাঁস : ক্ষমতার লোভে আল্লামা শফি খুন
- বিএনপি নামক দলের সমর্থন করার কোনো মানেই হয় না: ডা. জাফরুল্লাহ