ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

নাশকতার মামলায় বিএনপির দশ নেতা কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২৩  

নাশকতার মামলায় বিএনপির দশ নেতা কারাগারে

নাশকতার মামলায় বিএনপির দশ নেতা কারাগারে

খুলনায় পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালত এ নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ১০ জন হলেন- যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান, মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ ইস্তি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুজ্জামান সজিব, যুবদল নেতা শেখ নাদিমুজ্জামান জনি, নাসিম, রবি, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তারা আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক মমিনুন নেছা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান জানান, গত ১৭ জুলাই খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত অনেকের নামে মামলা করেন খুলনা সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম। এ মামলায় এজাহারভুক্ত ১৪ নেতা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৪ আসামির মধ্যে ১২ জন মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়