নাশকতার মামলায় রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে পাঁচ পুলিশের সাক্ষ্য
নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে পুলিশের পাঁচজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।সাক্ষীরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুবুর রহমান, মো. উজ্জল, মো. কামরুজ্জামান, মো. আরজু আলী ও কনস্টেবল মো. মিজানুর রহমান।
এ মামলার অন্য আসামিরা হলেন- যুবদল নেতা শাহীন ওরফে মুরগি শাহীন, আশরাফ হোসেন অপু, বিএনপি নেতা হানিফ রায়হান, দেলোয়ার হোসেন দুলাল, মো. রানা, রমনা থানা বিএনপির সাবেক সভাপতি আ. রহিম ও শেখ আমির হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর হাতিরঝিল থানা এলাকায় বিএনপি জামাতের ৪০-৫০ জন নেতাকর্মী জড়ো হয়। এরপর খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে আশপাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে থাকে এবং জনগণ আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে জনসাধারণ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শরিফুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।
- বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ আগস্ট
- দুর্নীতি মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
- ঢাকার সব ভবনের গ্যাসলাইন পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
- তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- বিএনপি নেতা আমানের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ
- আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন
- ইসির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ ডিসেম্বর
- খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ ডিসেম্বর
- অস্ত্র মামলায় জিকে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড
- বাবুল আক্তার ও ইলিয়াসের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা