পুরুষ পর্ন তারকারা বেশিরভাগই যে সমস্যায় পড়েন
ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত
‘বাইরে থেকে দেখলে যতটা সহজ ও সাবলীল মনে হয়, এই কাজটা এতটাও সহজ নয়। একজন নারী যতটা 'সহজে' নীল ছবির নায়িকা হতে পারেন, একজন পুরুষের কাছে নীল ছবির নায়ক হয়ে ওঠা ঠিক ততটাই কঠিন’-এমন ভাষ্য দিয়েছেন ১০ বছরেরও বেশি সময় পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা মার্কিন ব্লগার সুসানা ব্রেসলিন।
ফোর্বস ম্যাগাজিনে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে সুসানা বলেছেন, নীল ছবির নায়িকার বিশ্বাস অর্জন করাই একজন পুরুষ পর্ন তারকার কাছে সবথেকে কঠিন কাজ।
ব্রেসলিনের দাবি, পুরুষ পর্ন তারকাদের সিংহভাগ এই সমস্যাতেই পড়েন। নিজেকে নীল ছবির নায়িকাদের সামনে চেনাতে গিয়েই কাল-ঘাম ছোটে পুরুষদের। পেশাগত আঙ্গিকে পুরুষ পর্ন তারকা জেমস ডিনই একমাত্র নীল ছবির দুনিয়াকে ‘খুব সহজ’ বলে ব্যাখ্যা করেছেন।
ফোর্বস-এ লেখা প্রকাশ হতেই লেখিকার কাছে পৌঁছেছে হাজার- হাজার ইমেল। ফ্লোরিডা, দক্ষিণ আমেরিকার সুরিনাম, এমনকি এশিয়ার দেশ থেকেও তরুণরা তাকে ইমেল করেছেন। তাদের দাবি, তারা নীল ছবির নায়ক হতে চায়।
কেন আপনি পর্ন তারকা হতে চান? লেখিকার পাল্টা প্রশ্নে বেশিরভাগই উত্তর দিয়েছেন, একমাত্র অর্থের কারণেই নীল ছবির দুনিয়ায় আসতে চান তারা। নিজের এবং পরিবারের পেট চালাতে নীল দুনিয়ার কুশীলব হতে চেয়েছেন একাধিক তরুণ।
অনেকে আবার উত্তর দিয়েছেন, আমি যৌনতায় খুব ভালো, তাই নীল দুনিয়ার নায়ক হতে চাই।
- ‘ছিয়াত্তরের মন্বন্তর’
- চার হাত-পায়ে হাঁটেন তারা, বিজ্ঞানীরাও বিস্মিত
- পুরুষ পর্ন তারকারা বেশিরভাগই যে সমস্যায় পড়েন
- প্রাইজবন্ড: কীভাবে কিনবেন, পুরস্কারের টাকা পায় কয়জন?
- হেজাজ যেভাবে সৌদি আরব হলো
- ‘ঈদ সালামি’ যা-ই হোক, হতে হবে চকচকে নতুন নোট
- ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ পড়লেন তিন হাজার মুসল্লি
- বাসর রাতে বর-বউকে কেন দুধ খাওয়ান?
- তারকা খেলোয়াড়রাই কেন বেছে নেন ১০ নম্বর জার্সি
- গুপ্তচর থেকে রাষ্ট্রনায়ক!