প্রিন্সেস ডায়ানার ব্ল্যাক শিপ ১২ কোটি টাকায় বিক্রি
নিউজ ডেস্ক

প্রিন্সেস ডায়ানা
প্রয়াত সাবেক ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার পরিধান করা একটি ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার নিলামে প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকায় (১১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় আগে ডায়ানা এই সোয়েটারটি প্রথম পরিধান করেছিলেন। এই সোয়েটারে সারি সারি সাদা ভেড়ার মধ্যে সামনের দিকে একটি কালো ভেড়া রয়েছে।
অবশ্য নিলামে কে এই সোয়েটারটি কিনে নিয়েছেন, তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল এক প্রতিবেদেনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নিটওয়্যারের সাধারণ এই টুকরোটি চলতি বছরের মার্চে একটি চিলেকোঠায় পাওয়া যায়। আর
এটিই সাম্প্রতিক বছরগুলোতে ডায়ানার সঙ্গে যুক্ত বিভিন্ন বস্তুর নিলামে বিক্রি হওয়া দামের চেয়ে বেশি। গত ৩১ আগস্ট এই নিলামের বিডিং শুরু হয় এবং নিলামের চূড়ান্ত মিনিটের আগ পর্যন্ত সর্বোচ্চ দাম ২ লাখ ডলারের নিচেই ছিল। তবে শেষ পর্যন্ত সোয়েটারটি ১১ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়। নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’স অবশ্য এই ‘ভেড়া জাম্পার’ ৫০ হাজার ডলার থেকে ৮০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে অনুমান করেছিল। শেষ পর্যন্ত ১১ লাখ ডলারের বেশি দামেই বিক্রি হয়েছে।
এর আগে গত বছরের আগস্টে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়ি বিক্রি হয় ৮ লাখ ৬ হাজার ডলারে। তারও আগে ২০২১ সালের জুনে ডায়নার ব্যবহৃত আরেকটি ফোর্ড এসকর্ট নিলামে বিক্রি হয়। সে সময় নিলামে ওই গাড়ির দর উঠেছিল ৫২ হাজার পাউন্ড।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের একটি টানেলে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যান বিশ্বের অন্যতম সেরা সুন্দরী প্রিন্সেস ডায়ানা। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। মৃত্যুর ২৬ বছর পরও মানুষ তাকে মনে রেখেছে।
- মিশরে চার বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
- হেঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিড়লো ছেলের বউ!
- সিঙ্গাপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- ইউরোপে পর্যটনে বদলের আভাস, ভিসা লাগবে আমেরিকানদের
- বিশ্ব সংকটের মধ্যেই আরো উত্তেজনা সৃষ্টি করল উত্তর কোরিয়া
- নগ্ন ছবি ও ভিডিও ছড়ানোর কারণে মিয়ানমারের মডেলের জেল
- শিম্পাঞ্জির ছানা চুরি করে মুক্তিপণ দাবি!
- কোভিডের চাইতেও ভয়াবহ ভাইরাস তৈরি করছে চীন!
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, সামনে বিশ্বযুুদ্ধ!
- ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইতিহাস তৈরি করল উত্তর কোরিয়া