ঢাকা, সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

বিএনপি-জামায়াত জোটের অন্ধকার অবস্থা থেকে দেশ এখন আলোর পথে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩  

বিএনপি-জামায়াত জোটের অন্ধকার অবস্থা থেকে দেশ এখন আলোর পথে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াত জোটের অন্ধকার অবস্থা থেকে দেশ এখন আলোর পথে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াত জোট সরকারের অন্ধকার অবস্থা থেকে বেরিয়ে দেশ এখন আলোর পথে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৫ সাল সারাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিলো। সার নেই, তেল নেই, কোনো উন্নত বীজ ছিলো না। সারের জন্য লাইনে দাঁড়িয়েও তা পাওয়া যায়নি। সেই জায়গা থেকে দেশ এখন অনেক এগিয়ে গেছে। সেই দুঃশাসন মানুষ এখন ভুলতে বসেছে।দেশের উন্নয়নের কথা বলতে গিয়ে ফরহাদ হোসেন বলেন, উন্নয়নের কথা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। এখন ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা বাজেট। মানুষকে ভালো রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন; তার প্রদক্ষেপগুলো দেখলেই বোঝা যায়।

জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভপাতি অ্যাড. ইয়ারুল ইসলাম।৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় ২০টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়