ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

বিচার বিভাগকে গতিশীল করার উদ্যোগ নেয়া হবে : নবনিযুক্ত প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩  

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার বিভাগকে আরও গতিশীল করার চেষ্টা এবং উদ্যোগ নেয়া হবে।সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত বিচারপতি ওবায়দুল হাসান আরো বলেন, সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার এবং আইন-আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা যাবে না।  
বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মামলাজট কমানোটাই বড় চ্যালেঞ্জ। আরেকটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যাতে কমানো যায়, সে উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, সুপ্রিমকোর্টের উভয় বিভাগ এবং অধস্তন আদালতে সহকর্মী সবার প্রতি আহ্বান থাকবে, তারা প্রত্যেকেই যেন এই বিচার বিভাগের কাজটি, বিচারের কাজটি নিজের কাজ মনে করেন। মামলা নিষ্পত্তির সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে মামলাজট অনেকাংশেই কমে যাবে। 
প্রধান বিচারপতি বলেন, মামলাজট বা মামলার দীর্ঘসূত্রতা যাতে ক্রোনিক (দীর্ঘস্থায়ী) না হয়ে যায়, সেই চেষ্টা করব। 
শুধু বিচারকদের নিয়েই বিচার বিভাগ নয় উল্লেখ করে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন আইনজীবীরা, তাদের সহকারীরা ও অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আরও অন্য স্টাফ। সবাই যদি আন্তরিক হন, তাহলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।’
বিচারপতি ওবায়দুল হাসান উল্লেখ করেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এবং মেডিয়েশনের (মধ্যস্থতা) মাধ্যমে অনেক মামলা নিস্পত্তি হতে পারে। 

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়