ঢাকা, শনিবার   ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৪ ১৪৩০

খালেদাকে বিদেশ পাঠাতে চায় বিএনপি, চরম আপত্তি তারেকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৩  

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘদিন দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তাকে দেশের বাইরে পাঠানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিন্তু সকল চেষ্টা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারণে বারবার বিফলে যাচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি নেত্রীর স্বাস্থ্যের জটিলতা এমন পর্যায়ে গেছে যে এখন দেশে চিকিৎসা দিয়ে সেসব সমস্যার উন্নতি আশা করা যায় না। এখন যত দ্রুত সম্ভব, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে তার লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। দল থেকে সেই চেষ্টাও করছে। কিন্তু একজনের জন্য সব আটকে আছে।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন দলের কেউ কেউ। তাকে বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছে। অনেকেই আশা করছেন এবার অনুমতি মিলবে। তবে অনুমতি পেলেও খালেদা জিয়ার বিদেশে যাওয়া হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

দলের একটি সূত্র বলছে, লন্ডনে পালিয়ে থেকেও দলের একচ্ছত্র সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ধরে রেখেছেন তারেক রহমান। তার সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না। দলের পূর্ণ ক্ষমতা পেতে নিজের মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছেন তিনি। কিন্তু বিদেশে থাকায় সেটা পারছেন না। এখন উন্নত চিকিৎসাও দিতে চাচ্ছেন না। দেশে যদি খালেদা জিয়া মারা যায়, তাহলে মায়ের লাশ নিয়ে রাজনীতি করার ঘৃণ্য পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

তবে এই পরিকল্পনা জেনে যাওয়ায় অনেকেই নিন্দা জানিয়েছেন। মায়ের মৃত্যুর অপেক্ষায় থাকা এবং সেটা নিয়ে রাজনীতির নীলনকশা এর আগে কোনো দেশের কোনো রাজনীতিবিদ করেননি। তাই তারেক রহমানের প্রতি ক্ষোভ রয়েছে দলের একটি অংশেরও।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়