মানুষ ও নদী
নিউজ ডেস্ক

মানুষ ও নদী
“একটা সর্বজনীন ও সবচেয়ে প্রচলিত ভ্রান্তি হলো যে, প্রতিটা মানুষই কোনো নির্দিষ্টভাবে যোগ্য হতে পারে- যেমন দয়ালু, দুষ্ট, বোকা, প্রাণশক্তিপূর্ণ, উদাসীন ইত্যাদি। কিন্তু মানুষেরা সেরকম নয়।বরং আমরা এভাবে বলতে পারি যে, প্রায় সময়েই তার মধ্যে নিষ্ঠুরতার চেয়ে দয়া বেশি কাজ করে, বোকামির চেয়ে জ্ঞান বেশি কাজ করে, উদাসীনতার চেয়ে প্রাণশক্তি বেশি কাজ করে ইত্যাদি। তবে এটা কখনোই সত্য হিসেবে বলা উচিত হবে না যে, একজন মানুষ দয়ালু অথবা জ্ঞানী, এবং অন্যজন দুষ্ট অথবা জ্ঞানী। কিন্তু এরপরেও আমরা মানুষদের এভাবেই শ্রেণিভুক্ত করে থাকি, যা সঠিক নয়।
মানুষেরা হলো নদীর মতো; এদের সবগুলোতে একই পানি প্রবাহিত হয়, কিন্তু প্রত্যেক নদীই কোথাও সরু, কোথাও প্রশস্ত, কোথাও স্থির, কোথাও অন্যদের চেয়ে গতিশীল, কোথাও পরিষ্কার, কোথাও শীতল, অথবা কোথাও কর্দমাক্ত অথবা উষ্ণ। একইভাবে প্রতিজন মানুষ তার মধ্যে প্রতিটা মানবিক গুণের বীজ বহন করে, যেগুলোর একটা অথবা অন্যটা এখন স্পষ্ট হয়, এমনকি প্রায় সময়েই প্রকাশিত বৈশিষ্ট্যগুলো তার মতোও হয় না, কিন্তু সে একই মানুষ রয়ে যায়।”
- ছোট গল্প: হৃদয় আকাশে মেঘ
- কবিতা: মায়ের ভাষা
- কবিতা: চৈতী তৃষা
- স্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
- কবিতা: সাদা পাথর ছুঁয়েছে মন
- কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও
- কবিতা: কখনো কি, বিধ্বস্ত নগরী ও অর্থ
- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
- আনি আরনক্স: আত্মজীবনীর নতুন রূপকার
- সাহিত্য কর্ম: চন্দ্রলেখা