ময়মনসিংহ জেলার গৌরীপুরে হাটসভার মধ্য দিয়ে শেখ হাসিনার উন্নয়ন প্রচারণা
নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলার গৌরীপুরে হাটসভার মধ্য দিয়ে শেখ হাসিনার উন্নয়ন প্রচারণা
দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। ময়মনসিংহের গৌরীপুরে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন প্রচারণার হাটসভায় প্রধান অতিথি থেকে এসব কথা বলেছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী সোমনাথ সাহা।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজারে সাবেক জেলা পরিষদ সদস্য ও ময়মনসিংহ উত্তর সমবায় কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান এইচ এম খায়রুল বাসারের আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনির সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সোমনাথ সাহা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এসময় উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ-মেরামত, মসজিদ, মন্দির উন্নয়ন, এলাকায় এলাকায় পাঠাগার স্থাপনসহ স্থানীয় সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
ইতিমধ্যে তিনি এ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, হাটসভা, প্রচারসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সরকারের উন্নয়ন প্রচারণা করছেন।
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- ময়মনসিংহ জেলার ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- ময়মনসিংহের হোটেল ও রিসোর্ট এর তালিকা সমূহ
- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের নতুন ‘এসি ল্যান্ড’ ফাতেমা জান্নাত
- শেরপুর জেলার শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- ময়মনসিংহের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি টাকা