ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল আলীর স্মরণ সভা
নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল আলীর স্মরণ সভা
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।গতকাল সোমবার বিকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে আব্দুল আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুমের বড় ছেলে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা হেলাল উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহী দাস আচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফকির দীপু, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, গৌরীপুর সরকারি কলেজের জিএস ও মরহুমের ছোট ছেলে মাজহারুল ইসলাম টুটুল প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- ময়মনসিংহ জেলার ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- ময়মনসিংহের হোটেল ও রিসোর্ট এর তালিকা সমূহ
- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের নতুন ‘এসি ল্যান্ড’ ফাতেমা জান্নাত
- শেরপুর জেলার শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- ময়মনসিংহের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি টাকা