যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টিকটকের চ্যালেঞ্জ
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে চীনভিত্তিক শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। গত ১৭ মে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ করা হয়। এরপর গত সোমবার (২২ মে) এই মামলা করে টিকটক কতৃপক্ষ।
১৭ মে দেওয়া ওই নিষেধাজ্ঞায় বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে সেখানে ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করা যাবে না।
টিকটকের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ব্যবসা এবং মন্টানার লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সুরক্ষার জন্য মন্টানার অসাংবিধানিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছে প্ল্যাটফর্মটি। এই নিষেধাজ্ঞা মন্টানার জনগণের প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন করেছে।
টিকটিকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমরা মন্টানাবাসীদের আশ্বস্ত করতে চাই যে, তারা নিজেদের প্রকাশে, জীবিকা উপার্জনে এবং নিজেদের সম্প্রদায় খুঁজে পেতে টিকটকের ব্যবহার চালিয়ে যেতে পারেন। কারণ, আমরা মন্টানার ভেতরে ও বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষা করতে কাজ চালিয়ে যাচ্ছি।’
টিকটক নিষিদ্ধের আইনে বলা হয়েছে, মন্টানার সীমানার ভেতরে অবস্থান করে কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। আইন অমান্য করলে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে। এমনকি অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক সরিয়ে নিতে হবে। তা না হলে প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হবে।
গত মাসে মন্টানার আইনপ্রণেতারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধের একটি বিল ৫৪ ভোট পেয়ে পাস করেন। অন্যদিকে বিলটি পাস না করার পক্ষে ভোট পড়ে ৪৩টি। গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করে মন্টানা।
- সাইবার নিরাপত্তার সহায়ক হতে পারে চ্যাটজিপিটি
- বছরের ২য় চন্দ্রগ্রহন আজ
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- ফোনে চার্জ শেষে সকেটে চার্জার লাগিয়ে রাখা উচিত?
- ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন
- ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধি-বিধান মানার আহ্বান: মোস্তাফা জব্বার
- তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের নতুন বিপ্লব
- অল্পদিনের মধ্যেই চালু হচ্ছে সরকারি ফ্যাক্ট চেকার টুলস
- অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে
- টাকা দিয়ে দেখতে হবে ফেসবুক লাইভ!