শাকিবের খোঁজে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় ১৩ বছরের কিশোরী!
বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত
শাকিব-বুবলীকে নিয়ে যখন ঢালিউডের মিডিয়া গরম ঠিক তখনই জানা গেল ১৩ বছরের এক কান্নারত কিশোরীর কথা। একটিবার শাকিব খানের সঙ্গে দেখা করার জন্য নরসিংদী থেকে পালিয়ে এসেছে এই কিশোরী। মধ্যরাতে কান্নারত অবস্থায় শাকিবের বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনে যাচ্ছে সেই কিশোরী।
নরসিংদী থেকে পালিয়ে আসা সেই কিশোরীর ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের কাছে।
কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে ওই কিশোরীর উত্তর ছিল, টিভিতে শাকিব খানের বর্তমান নিউজ দেখে বাসায় না জানিয়েই ছুটে চলে এসেছেন তিনি।
ভাইরাল হওয়া ১৮ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই কিশোরী প্রথমে জানায়, শুধু একনজর দেখার জন্যই নাকি শাকিবের সঙ্গে দেখা করতে এসেছে।
শাকিবের গুলশানের বাড়িতে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা না করে যাবে না। ১৩ বছর বয়সী সেই কিশোরীর নাম খাদিজা।
ওই ভিডিওতে খাদিজাকে মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায়। শাকিবকে নকল করে করা টিকটক ভিডিও খাদিজার ভাইরাল হয়েছে মায়ের সঙ্গে কথোপকথনে তাও স্পষ্ট হয়ে ওঠে ভিডিওটিতে।
একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী খাদিজা শাকিবকে অনুরোধ করে তার কাছে আসার জন্য। ভবিষ্যতে নায়িকা ও অভিনয় করতে চাওয়া এই কিশোরী খাদিজা শাকিব খানের বড় ভক্ত।
এদিকে মধ্যরাতে ১৩ বছরের কিশোরী মেয়ে খাদিজা রাস্তায় কতটা নিরাপদ এ বিষয়ে শাকিবের বাড়ির গার্ডের সঙ্গে কথা বলা হলে গার্ড জানান, কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা করার নিয়ম নেই। বরং নিরাপত্তার জন্য পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা করা যেতে পারে।
- ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তিশা
- শাকিবের খোঁজে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় ১৩ বছরের কিশোরী!
- এবার নিশোকে নিয়ে মুখ খুললেন মৌসুমী
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-স্বস্তিকা, থাকছে আরও চমক!
- আমি নাকি ফিতা কাটা নায়িকা: অপু বিশ্বাস
- বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা
- অবশেষে ছেলে নিয়ে হাজির বুবলি ও শাকিব
- ধর্ষণ বিতর্কের মাঝেই শাকিবকে সমর্থন বুবলীর
- বুবলীর পেটের বাচ্চা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঝন্টু!
- আমি তো কোনো স্ক্যান্ডাল করিনি: শাকিব খান