শিম্পাঞ্জির ছানা চুরি করে মুক্তিপণ দাবি!
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
অভয়ারণ্য থেকে তিনটে শিম্পাঞ্জির ছানাকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতীরা। ওই পশু আবাসের প্রতিষ্ঠাতার দাবি, বণ্যপ্রাণীকে অপহরণ করে এ ভাবে মুক্তিপণ চাওয়ার ঘটনা বিশ্বে প্রথম। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক অভয়ারণ্যের অন্তর্গত পশু আবাসে ঘটনাটি ঘটেছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত ৯ সেপ্টেম্বর ভোররাতে কাটাঙ্গা অভয়ারণ্যের অন্তর্গত ওই পশু আবাস থেকে শিম্পাঞ্জির তিনটে ছানাকে চুরি করা হয়।
পশু আবাসের মালিক জানিয়েছেন, সেখানে মোট পাঁচটি ছানা ছিল। সিজার, হুসেন এবং মোঙ্গা নামে তিনটে ছানাকে চুরি করে অপহরণকারীরা। বাকি দু’টি ছানা ভাঁড়ার ঘরে লুকিয়ে পড়ে।
তিনি জানিয়েছেন, এই ঘটনার পরে তার স্ত্রীর মোবাইলে তিনটি মেসেজ ও শিম্পাঞ্জিদের একটি ভিডিও পাঠায় দুষ্কৃতীরা। ছানাগুলির মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। তা না পেলে তাদের আঘাত করার হুমকিও দেওয়া হয়।
তিনি আরো জানিয়েছেন, দুষ্কৃতীরা তাদের জানিয়েছে যে আসলে তার ছেলেমেয়েদেরই অপহরণের পরিকল্পনা ছিল। সম্প্রতি ছুটি কাটাতে ওই পশু আবাসে বাবার কাছে আসার কথা ছিল শিশুদের। কিন্তু তারা শেষ পর্যন্ত না আসায় শিম্পাঞ্জির ছানাদের অপহরণ করা হয়।
তবে অপহরণকারীদের চাপের মুখে তিনি কিছুতেই নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন পশু আবাসের মালিক।
তিনি বলেন, ‘‘ছানাগুলিকে মাদক জাতীয় কিছু দিয়ে রেখেছে। ওদের সাবধানে উদ্ধার করতে হবে। কিন্তু অপহরণকারীদের দাবি মেটানো যাবে না। অপহরণকারীদের দাবি এক বার মেনে নিলে ওরা বার বার এ কাজ করবে।’’
দেশের বনমন্ত্রী মাইকেল কোয়াকপা বলেন, ‘‘অপহরণকারীদের কাছে মাথা নত করা উচিত নয়। তদন্ত চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি অপরাধীদের খোঁজ মিলবে।’’
- মিশরে চার বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
- হেঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিড়লো ছেলের বউ!
- সিঙ্গাপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- ইউরোপে পর্যটনে বদলের আভাস, ভিসা লাগবে আমেরিকানদের
- বিশ্ব সংকটের মধ্যেই আরো উত্তেজনা সৃষ্টি করল উত্তর কোরিয়া
- নগ্ন ছবি ও ভিডিও ছড়ানোর কারণে মিয়ানমারের মডেলের জেল
- শিম্পাঞ্জির ছানা চুরি করে মুক্তিপণ দাবি!
- কোভিডের চাইতেও ভয়াবহ ভাইরাস তৈরি করছে চীন!
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, সামনে বিশ্বযুুদ্ধ!
- ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইতিহাস তৈরি করল উত্তর কোরিয়া