শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইগাতী থানার আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে ওই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বিপিএম। এসময় তিনি বলেন, কেউ একা কোন এলাকাকে অপরাধমুক্ত করতে পারবে না, তাই সমাজকে অপরাধমুক্ত করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ জনতার বন্ধু, তাই আসুন আমরা পুলিশ এবং জনতা এক হয়ে কাজ করার মাধ্যমে সমাজকে অপরাধ মুক্ত করি।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মো. সোহেল মাহমুদ, পিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারউল্ল্যাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
সমাবেশে সর্বস্তরের নাগরিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- ময়মনসিংহের হোটেল ও রিসোর্ট এর তালিকা সমূহ
- ময়মনসিংহ জেলার ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের নতুন ‘এসি ল্যান্ড’ ফাতেমা জান্নাত
- ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- জামালপুর জেলার ইসলামপুর বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী