সব দায়িত্ব আমার একার না: সাকিব
স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসান
শুক্রবার এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সুপার ফোরে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এ ম্যাচে টাইগারদের জয়-পরাজয় অবশ্য পয়েন্ট টেবিলে কোনো প্রভাব ফেলবে না। ফলে ম্যাচটি রূপ নিয়েছে স্রেফ আনুষ্ঠানিকতার।
সুপার ফোরে প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, আজকের ম্যাচে পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার ম্যাচে বিজয়ী দল হবে রোহিদ শর্মাদের প্রতিপক্ষ। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে আলাদা কোনো চাপ নেই ভারত শিবিরে। তবে এ ম্যাচটি হারলে সাকিবদের জন্য আসরটি গণ্য চূড়ান্ত ব্যর্থতা হিসেবে।
অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে যার প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সাকিবও মনে করেন, এশিয়া কাপে ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়তে পারে। এই প্রভাব যাতে না পড়ে সেজন্য করণীয় কী এমন প্রশ্নে সব দায়িত্ব তার একার না বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ঢাকায় ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কলম্বো যাওয়া সাকিব বলেন, ‘সব দায়িত্ব আমার একার না। যার যার দায়িত্ব আছে। সেগুলো ঠিকঠাক করতে হবে। সবাই যার যার জায়গা থেকে ভালো করতে পারলে, ব্যক্তিগত পারফরম্যান্স সমন্বয় করতে পারলে আমি আশাবাদী দল (বিশ্বকাপে) ভালো করবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই জেতার চেষ্টা করবো। ভারতের বিপক্ষে জিতে দেশে যেতে চাই। এর বেশি কিছু এই ম্যাচ থেকে চাওয়ার নেই।’
এশিয়া কাপ নিয়ে সন্তুষ্টি, অসন্তুষ্টির বিষয়ে বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার বলেন, ‘এগুলো মিডিয়ায় বলার বিষয় না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করবো।’
- বিপিএলে এবার ঢাকায় থাকবেন মুশফিক!
- যত টাকায় দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ
- নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন তামিম ও মাহমুদউল্লাহ
- তামিমের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে যা জানালো বিসিবি
- বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে টাইগারদের যে পরামর্শ দিলেন আশরাফুল
- আর্জেন্টিনার পরাজয়ের দিনে ব্রাজিলের দুর্দান্ত জয়
- ইন্টার মায়ামিতে প্রথম ম্যাচেই মেসির চমক
- সব দায়িত্ব আমার একার না: সাকিব
- এশিয়া কাপের আগেই দিতে হবে বিশ্বকাপের স্কোয়াড
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ