ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

সমনের জবাব দিতে শেষবারের মতো সময় পেলেন শাকিব খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৩  

চিত্রনায়ক শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহর দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় চিত্রনায়ক শাকিব খানকে সমনের জবাব দাখিলের জন্য শেষবারের মতো সময় পিছিয়ে ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাকিব খানের আইনজীবী সময়ের আবেদন করেন। শেষবারের মতো সময় পেছানোর আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক ১৫ অক্টোবর সমনের জবাব দাখিলের দিন ধার্য করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। 

গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির এ মামলাটি করেন রহমত উল্লাহ।

এর আগে, ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে রহমত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

এর আগে, গত ২৩ মার্চ চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়