হাত-পায়ে ঝি ঝি কেন ধরে
হেলথ ডেস্ক

ছবি: সংগৃহীত
হাত-পায়ে ঝি ঝি ধরার ঘটনা প্রায়ই দেখা যায়। কমবেশি আমাদের অনেকের সঙ্গে এই ঘটনা ঘটে। অনেকের ধারণা, শরীরের ওই অংশে রক্ত ঠিকমতো যাতায়াত করতে পারছে না।
কিন্তু সত্যিই কি সে কারণে ঝি ঝি ধরে যায় হাত-পায়ে? সাধারণত ঝি ঝি ধরে গেলে সেই অংশে কোনো সাড়া থাকে না। এমনকি ছুঁলেও টের পাওয়া যায় না।
অন্যদিকে ঝি ঝি ধরে যাওয়াকে পিনস অ্যান্ড নিডলসও বলা হয়। অর্থাৎ যেন মনে হয়, এক সঙ্গে অনেক পিন ফুটে গিয়েছে হাত -পায়ে। রক্ত চলাচল কমে গেলেই কি এমন অনুভূতি হয়?
বিশেষজ্ঞদের কথায়, এই অংশের স্নায়ুর ভূমিকাও রয়েছে। দেখা গিয়েছে, স্নায়ুগুলি অসাড় হয়ে পড়ে। সাধারণত স্নায়ু থেকে কোনও সাড়া মস্তিষ্কে পৌঁছায় না। সেই সাড়াই কিন্তু ব্যথা বা বেদনার অনুভূতি পৌঁছে দেয়।
এই অনুভূতি পৌঁছায় না বলেই কোনও সাড়া কাজ করে না। তবে প্রাথমিক ভাবে কিন্তু রক্ত চলাচল করে না বলেই ঝি ঝি ধরতে শুরু করে। এর পর স্নায়ুও ধীরে ধীরে অসাড় হতে শুরু করে।
- ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, বাড়ল শনাক্ত
- ভাত কম খাওয়ার পরও কেন ওজন বাড়ে?
- করোনা প্রতিরোধে সচেতনতা ও করণীয়
- গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৩
- দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়নি, বাড়ল শনাক্ত
- ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি আজ, শনাক্তের হার ১.৯০ শতাংশ
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, কমলো শনাক্ত
- ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি, কমেছে শনাক্ত
- যে খাবারে বাড়বে রক্তে অক্সিজেনের মাত্রা
- চোখ ওঠা রোগে সতর্কতা