নেত্রকোণা জেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নিউজ ডেস্ক

নেত্রকোণা জেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ২৭ কোটি ৮ লাখ ১ হাজার ২শ’ ১২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৬কোটি ৫ লাখ ৮৪ হাজার ১শ' ৪৬ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১২লাখ ১৭হাজার ৬৬ টাকা।
গতকাল সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের সচিব মাজহারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, ইউপি সদস্য কিতাব আলী, হযরত আলী,রফিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, বাজেটে আমরা সময়পোযোগী ও জনকল্যানমূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি। তাই এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- ময়মনসিংহ জেলার ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- ময়মনসিংহের হোটেল ও রিসোর্ট এর তালিকা সমূহ
- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের নতুন ‘এসি ল্যান্ড’ ফাতেমা জান্নাত
- শেরপুর জেলার শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- ময়মনসিংহের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি টাকা