ঢাকা, সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||  চৈত্র ১২ ১৪২৯

ময়মনসিংহ জেলার গৌরীপুরে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৪ জুন ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে আম, জাম, কাঁঠাল, লেচু, পেঁপে, আনারস, পেয়ারা, কলা, জামরুল, বেল, লটকন, কমলা, তরমুজসহ ২০টি প্রজাতির ফলের সুঘ্রাণে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নুসরাত মারুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. নিকহাত আরা, উপজেলা কৃষি সস্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা প্রমুখ।
গৌরীপুর লেডিস ক্লাবের নুসরাত মারুফ জানান, জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়