ময়মনসিংহ জেলার ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলার ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। আজ রবিবার দিনব্যাপী এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এ উপলক্ষে আজ ভোরে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে দেশের জন্য প্রাণ উৎসর্গকারীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, হাসপাতাল, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন এনজিও, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, আলোচনা সভা, দোয়া মুনাজাত, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণসহ সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রতিষ্ঠান প্রধানগণসহ উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, সহকারী পুলিশ সুপার ফুলপুর (সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ।
- ময়মনসিংহ -শেরপুর বিকল্প মহাসড়ক, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
- একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখা হয়েছে স্বপ্ন-পদ্মা-সেতু
- বিবিসির ১০০ নারীর তালিকায় ময়মনসিংহের নান্দাইলের সানজিদা
- পাইপলাইনে গ্যাস আসছে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্রে
- ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে উদ্বোধন হবে শতাধিক প্রকল্প
- ময়মনসিংহ মুক্তাগাছার মণ্ডা, স্বপ্নে পাওয়া মিষ্টির সুনাম ২০০ বছরেও কমেনি
- চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে যুক্ত হবে নতুন ট্রেন
- শেরপুরে রোদের বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ময়মনসিংহের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে হাজার কোটি টাকা